মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছায় কাজ করছে ছাত্রদল



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের প্রধান সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছায় কাজ করছে ছাত্রদল। গত তিনদিন থেকে উপজেলা, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করছেন। এতে সড়কে যানজট কমার পাশাপাশি উল্টো পথে গাড়ি চলাচল কমেছে। ছাত্রদলের এই কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে সড়কে যানজট তৈরি হচ্ছে। এছাড়া উল্টোপথে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। এতে অনেকে হতাহত হচ্ছেন। সম্প্রতি কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এক দুর্ঘটনায় সাবেক কলেজ শিক্ষকসহ দুজনে মৃত্যু হয়েছে। এরপর বিষয়টি নিয়ে উপজেলা, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আলোচনা করে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেন। গত বৃহস্পতিবার থেকে তারা বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে এই কার্যক্রম চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, নিয়ম মেনে গাড়ি না চালানোর কারণে সড়কে যানজট লাগছে। দুর্ঘটনাও ঘটছে। এতে অনেকে হতাহত হচ্ছেন। ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে কাজ করছেন, তা নি:সন্দেহে প্রশংসনীয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাহরিয়ার ফাহিম জানান, তারা তিনদিন ধরে স্বেচ্ছায় সড়কে যানজট নিরসনে কাজ করছেন। মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছেন। এছাড়া যারা উল্টো পথে গাড়ি চালাচ্ছেন তাদের বুঝাচ্ছেন। এতে যানবাহন চালক ও পথচারীরা তাদের কথা শুনছেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।