বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কমলগঞ্জে চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অটোরিকশা উদ্ধার করল পুলিশ, ২ চোর গ্রেপ্তার



বিজ্ঞাপন

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। বুধবার (০৫ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মো. রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬)।

এদিকে মামলার ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশা উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করায় শমশেরনগর সিএনজি অটোরিকশা মালিক ও চালক সমিতি পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পুলিশ সূত্র জানায়, সিএনজি অটোরিকশাটির চালক ইব্রাহীম মিয়া গত মঙ্গলবার সকালে উপজেলার শমশেরনগর মাছ বাজারের রাস্তার পাশে অটোরিকশাটি (মৌলভীবাজার থ -১২-২৮১১) রেখে গাড়ির ভাড়া আদায় করার জন্য বাজারে ভেতরের যান। কিছুক্ষণ পরে এসে দেখেন, সিএনজি অটোরিকশা রেখে যাওয়া স্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তিনি বিষয়টি গাড়ির মালিকে জানান। পরে চালকসহ অটোরিকশা মালিক বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। এই ঘটনায় গাড়ির মালিক বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অটোরিকশাটি উদ্ধারে নামেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া। তিনি গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে অটোরিকশাটি উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বুধবার বিকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের সদস্য রনি মিয়া চুরির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।