নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে আন্ত:মাধ্যমিক স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে পশ্চিম শাখার সেক্রেটারি সাব্বির আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাফিজ আলম হোসাইন।
অন্যদের মধ্যে ছিলেন সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বড়লেখা উপজেলা পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবুল কালাম কিবরিয়া, বর্ণি ইউনিয়ন সেক্রেটারি মাজহারুল ইসলাম, বর্ণি ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক জাবির আহমদ প্রমুখ।