নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন সাপ্তাহিক বড়লেখা’র সম্পাদক, পৌরসভার হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম.এম আতিকুর রহমান।
বুধবার (০৯ অক্টোবর) রাতে পৌরসভার হাটবন্দে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শনে যান সাংবাদিক এম.এম আতিকুর রহমান। পরে সেখানে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে সাপ্তাহিক বড়লেখা’র প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান ছাড়াও বক্তব্য দেন কমিটির সম্পাদক লিটন পাল, জনতা ব্যাংকের ম্যানেজার পিজুষ দাস, শিক্ষক তপন দাস প্রমুখ।
এর আগে পৌরসভার আদিত্যের মহাল ও বরাইগ্রাম এলাকার যুবসমাজের উদ্যোগে কৃষ্ণতরুণ সেবক সংঘ মান্ডপ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্শ্ববর্তি বাড়ীর বাসিন্দা জুড়ী টিএন খানম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ কুমার দাস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাপ্তাহিক বড়লেখা’র প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান।
সভায় কমিটির সহ সভাপতি সুব্র দে নয়নের সভাপতিত্বে ও সেক্রটারী জীবন সেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাদিক আহমদসহ কমিটির সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অরুণ কুমার দাস দূর্গাপূজার খোঁজখবর ও সহায়তা করার মানসে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকায় পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. এম আতিকুর রহমানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এসময় সাপ্তাহিক বড়লেখা’র প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আহ্বান জানান।