নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগর শিবিরের সভাপতি শরিফ মাহমুদ বলেছেন, আমাদের চূড়ান্ত বিজয়ী এখনো হয়নি। কারণ যেদিন আল্লাহর যমীনে দ্বীন প্রতিষ্ঠা হবে; কোরআনের আইন প্রতিষ্ঠা হবে; মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে; যেখানে শ্রেণি বৈষম্য থাকবে না; মানুষের মনগড়া কোনো বিধান থাকবে না; সেখানে কেবল আল্লাহর বিধান বাস্তবায়িত হবে; সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় হবে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দুটি জিনিসের ওপর ভিত্তি করেই আমাদের কাফেলা দাঁড়িয়ে আছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, আজকে আমাদের এখানে আসতে অনেক সেক্রিফাইজ করতে হয়েছে। যা আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হচ্ছে চোখের জল আর রক্ত। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পিতারা, আত্মীয়-স্বজনেরা চোখের পানি ছেড়ে বলেছেন, হে আমাদের আল্লাহ এই জালিম সরকারের কাছ থেকে আমাদের রক্ষা করো। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। আমাদের চূড়ান্ত বিজয় দিয়েছেন।
অনুষ্ঠানে বড়লেখা সদর শিবিরের সভাপতি হুমায়ন কবির সাজুর সভাপতিত্বে ও বড়লেখা উত্তর সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি আব্দুস ছামাদ।
শরীফ মাহমুদ কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা এমন একটি ক্যারিয়ার গড়ব; যে ক্যারিয়ার দ্যুতি ছড়ায়। আমাদের আদর্শ আর জ্ঞান সবার চেয়ে শ্রেষ্ঠ হতে হবে। ইসলাম যা বলে; কোরআন-হাদিস যা বলে আমরা তার আলোকেই আমরা জীবন গড়বো। আমরা আল্লাহর ওপর ভরসা করবো। দুনিয়ার কোনো তোয়াক্কা আমরা করবো না। মানুষের মনগড়া কোনো মতাদর্শ গ্রহণ করবো না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, নায়াবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।