নিজস্ব প্রতিবেদক:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। জনগণের জীবনমান উন্নত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত হবে।
পরিবেশ মন্ত্রী রোববার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল হাইস্কুলের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন।
অনুষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু ও শিক্ষক মইনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) রতন অধিকারী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, নিজবাহাদুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক, বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, নিজবাহাদুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েছ আহমদ প্রমুখ।