নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪২ কোটি ৪০ লাখ ৫০ হাজার ২৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
রোববার দুপুরে পৌরসভা হলরুমে তিনি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ৭ কোটি ৭৪ লাখ ২১ হাজার ৬৪২ টাকা এবং মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকা ধরে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪৩ লাখ ৬৪২ টাকা।
এছাড়া মোট উন্নয়ন আয় ৩৪ কোটি ৬৬ লাখ ২৮ হাজার ৬৪৮ টাকা এবং মোট উন্নয়ন ব্যয় ৩৪ কোটি ৬৬ লাখ ২৮ হাজার ৬৪৮ টাকা দেখিয়ে উদ্বৃত্ত জিরো দেখানো হয়েছে।