নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর আগর-আতরের কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে চারটার দিকে উপজেলার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামের মুজিবুল ইসলাম তারেকের কারখানায় এই আগুন দেওয়া হয়েছে। এসময় দুর্বৃত্তদের আগুন লাগানোর দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে আধাপাকা বড় একটি কক্ষ, আগর-আতরের কাঠ, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত আগর-আতর ব্যবসায়ী মুজিবুল ইসলাম তারেক দাবি করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার সুজানগরের হাশিমপুর গ্রামের মুজিবুল ইসলাম তারেকের বসত বাড়ির আগর-আতরের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের আগুন লাগানোর ও সিসি ক্যামেরা ভাঙ্গার দৃশ্য অপর ক্যামেরায় ধরা পড়েছে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তারেকের পরিবারের সদস্য ও বাড়ির কেয়ারটেকার চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। পাশাপাশি ৯৯৯ কল দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর আগেই আগুনে বড় একটি কক্ষ ও আগর-আতরের কাঠ, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
আগর-আতর ব্যবসায়ী মুজিবুল ইসলাম তারেক মুঠোফোনে বলেন, আমি গত একমাস ধরে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য সিলেটে একটি হাসপাতালে ভর্তি রয়েছি। পূর্ব শত্রুতার জেরে (দুর্বৃত্তরা) আমার বাড়ির আগর-আতরের কাঁচামাল রাখার কক্ষে আগুন দিয়েছে। বাড়ির কয়েকজন মহিলা আর বাড়ির কেয়ারটেকার আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। পরে স্থানীয়রা এগিয়ে আসেন। মসজিদের মাইকে জানানো হয়। ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানোর পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। তিনি বলেন, তারা (দুর্বৃত্তরা) সিসি ক্যামেরা একটি ভেঙে ফেলেছে। তবে অপর একটি ক্যামেরায় আগুন লাগানোর দৃশ্য ধরা পড়েছে। যারা আগুন লাগিয়েছে, তাদের চিনতে পেরেছি। তিনি দাবি করেন, আগুনে কারখানা, আগর-আতরের কাঠ ও কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। তবে কেউ যদি আগুন লাগিয়ে থাকে তবে ক্ষতিগ্রস্ত আগর-আতর ব্যবসায়ী থানায় অভিযোগ করতে পারেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।