নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ভয়ভীতি দেখিয়ে ১১ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিশুর মায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার দুপুরে আসামী জিল্লুর রহমানকে (৩৭) গ্রেপ্তার করেছে।
জিল্লুর উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের মৃত মসুর আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি উত্তর শাহবাজপুর ইউনিয়নে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। গত ১০ জুন দুপুর আড়াইটার দিকে ওই শিশুটি তার সহপাঠীর সঙ্গে খেলার জন্য জিল্লুর রহমানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এসময় জিল্লুর তাকে ধরে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে প্যান্ট খুলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটি মানসিকভাবে প্রচণ্ড ভয় পায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।
শিশুটির মা জানান, ঘটনার পর থেকে তার ছেলে মানসিকভাবে প্রচণ্ড ভয় পেয়েছে। ভয়ে সে এখন ঘর থেকে বের হচ্ছে না। কারও সঙ্গে খেলতে চাইছে না। এমনকি খাওয়া-ধাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি অভিযুক্ত জিল্লুরের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান মঙ্গলবার বিকেলে বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় থানায় মামলা হয়েছে। মামলার পরই পুলিশ আসামি জিল্লুর রহমারনকে গ্রেপ্তার করেছে।