লাতু ডেস্ক: ২০২০ সালের আগষ্টে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গড়িতে হামলার পরদিন মামলা করা হয়। এরপর চলতি বছরের গত ৩১ মে বুধবার মামলার রায়ে কেবল বিশ্বনাথ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেতা শামীম আহমদকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেন আদালত।
সম্প্রতি জেলে যাওয়া আওয়ামী লীগ নেতা শামীম আহমদের মুক্তির দাবিতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। সোমবার বাদ আছর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে বিশ্বনাথ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তারা।
পৌর শহরের নতুন বাজারের পৌরসভা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ মিছিল পরবর্তি পথসভায় বক্তারা স্থানীয় এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলার হুসিায়ারিসহ বিশ্বনাথে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। মিছিল পরবর্তি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।
উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ নেতা দুলন আহমদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।
প্রসঙ্গত, ২০২০সালের ১০ আগষ্ট আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদিতে বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রবেশের সময় এমপি মোকাব্বির খানের গাড়িতে হমালা করা হয়। এঘটনার পরদিন তার এপিএস অসিত রঞ্জন দেব বাদি হয়ে ৫জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন, (মামলা নং ১০)। এর দীর্ঘ ২বছর ৯মাস পর গত ৩১ মে সিলেটের সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী মামলার রায়ে কেবল শামীম আহমদকে দুই বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।