নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি (বাংলা দ্বিতীয় পত্র) পরীক্ষায় নকল করার অভিযোগে রহিমা রহমান নাহিদা নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশীদকে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।




