নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০এপ্রিল) বিকেলে স্থানীয় একটি হলরুমে সংগঠনের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ এমাদুল ইসলাম।
উপজেলা ফেডারেশনের সাহায্য পূনর্বাসন সম্পাদক এবাদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ফেডারেশনের অন্যতম উপদেষ্টা জনাব মাওলানা আব্দুল বাছিত।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা সভাপতি মোঃ হোসাইন ইকবাল, সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি ইমরানুল হক, শামছুল ইসলাম, আব্দুস শুকুর, দেলোয়ার হোসেন, হাসান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আরবি মাসসমূহের মধ্যে নবম মাস। ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা। সাওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। আল্লাহর সন্তুটি কামনায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা।
পবিত্র কোরআনের বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহভীরু হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা। হজরত মুহাম্মদ (স.) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।