সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় আন্ত:মনিপুরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মনিপুরী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় পাথারী মনিপুরী যুব সংঘের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি স্মরণে বাংলাদেশ আন্ত:মনিপুরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মনিপুরী স্পোর্টিং ক্লাব ছোট ধামাই জুড়ি চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগবাজার সংলগ্ন মাঠে টুর্নমান্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শ্বাস রুদ্ধকর ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাথারী মৈতেই ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়ে শিরোপা নিজের ঘরে তুলে নেয় মনিপুরী স্পোর্টিং ক্লাব ছোট ধামাই জুড়ি।

খেলা শেষে পুরস্কার অনুষ্ঠানে রাম কুমার সিংহের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কোয়াব বড়লেখা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এবি সিদ্দিকী দুলাল।

ওয়াহিদুর রহমান নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সমনবাগ বাজার সমিতির সভাপতি জমির হোসেন, পাথারী মনিপুরী যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাজার শাখার অফিসার ইন ক্যাশ সন্তোষ সিংহ অরটন, যুবলীগ নেতা অজিত দাস, পবিত্র সিংহ, চন্দ্র কিশোর সিংহ প্রমুখ।

খেলায় প্রথম প্রাইজমানি পৃষ্ঠপোষকতা করেন মনিপুরী স্পোর্টস এসোসিয়েশন ও দ্বিতীয় প্রাইজমানি পৃষ্টপোষকতা করেন সুরঞ্জিত সিংহ। টুর্নামেন্টের প্রথম টাইটেল স্পনসর করে তরুণ ক্রীড়া সংগঠক ও দুবাই প্রবাসী জুমন আহমেদ। দ্বিতীয় টাইটেল স্পনসর করেন সুবাস সিংহ।

ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন রাজু সিংহ। সিক্সার্স অব দা ম্যাচ নির্বাচিত হন নিরোদ শর্মা। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন পিএম সিসি-এর সজীব সিং।