নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড কিন্ডার গার্টেনের ছাত্র শাহরিয়ার রাহিব এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। গত ০১ মার্চ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে রাহিব ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
রাহিবের এমন সাফাল্যে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বাবা-মা দারুণ খুশি। রাহিব কাঠালতলী গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিন ও রুমেনা আক্তার দম্পতির ছেলে। এছাড়া সে বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি, একাত্তর টিভি এবং মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলু’র ভাগ্না।
রাহিব তার সফলতার জন্য স্রষ্টার পাশাপাশি তার শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাহিব জানিয়েছে, সে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।