শুক্রবার, ৫ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরশহরের রেলওয়ে যুবসংঘ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। এতে খামারিরা ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি প্রাণি প্রদর্শন করেছে।

বিকেলে সমাপনি সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে সিইএ আতিকুর রহমান ও রায়হান আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন ও ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ প্রমুখ। পরে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।