নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয়বারের মতো নাট্যোৎসব ও বইমেলার আয়োজন করছে তারুণ্য নাট্যগোষ্ঠী। চারদিন ব্যাপী নাট্যোৎসব ও বইমেলায় পৃষ্ঠপোষকতা করছেন লন্ডনপ্রবাসী জাকির হোসেন জুমন। এর ব্যবস্থাপনা করছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্টরা জানান, আগামী ৩ তারিখ থেকে ৬ মার্চ পর্যন্ত চারদিন ব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে নাট্যোৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য অভিনেতা ঝুনা চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
এছাড়া সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অনুষ্ঠানের পৃষ্টপোষক জাকির হোসেন জুমন উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানিয়েছেন, চার দিনব্যাপী নাট্যোৎসব ও বইমেলায় নানা আয়োজন থাকছে। এরমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা রয়েছে।