নিজস্ব প্রতিবেদক:: ‘প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং-১১৯১৫৯৩)। বিশেষ করে সংগঠনটি অসহায় মানুষের জন্য কাজ করছে। সংগঠনটি বন্যায় ও করোনাকালে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। অনেক পরিবারকে ঘর তৈরি করে দিয়েছে। অনেক অসহায় রোগীকে আর্থিকভাবে সহায়তা করেছে। অনেক পরিবারকে সেলাই মেশিন কিনে দিয়ে সাবলম্বী করেছে। সংগঠনটি বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। সুদূর লন্ডনে বসবাসরত বড়লেখার মানুষকে নিয়ে গঠিত বড়লেখা ফাউনন্ডেশন ইউকে মানুষের কল্যাণে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। যা উদাহারণ হয়ে থাকবে।’
বড়লেখা ফাউন্ডেশন ইউকের (চ্যারিটি নং-১১৯১৫৯৩) নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ বড়লেখার সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত আটটায় বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্ট এই সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনে প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সেক্রেটারি এপিপি গোপাল দত্ত, বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমান, সংগঠনের সহকারী সমন্বয়ক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, কাউন্সিলর কবির আহমদ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, জালাল আহমদ, তপন কুমার দাস, খলিলুর রহমান, এ.জে লাভলু, মস্তুফা উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হানিফ পারভেজ, শিক্ষক জাকির হোসেন, সমাজকর্মী মাতাব আল মামুন, তাহমিদ ইশাদ রিপন, আয়নুল ইসলাম, আক্তার হোসেন, আমিনুল বাবলু, প্রবাসী মনসুর আহমদ প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা আহমদ হোসাইন সংগঠনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কথা তুলে ধরে বলেন, আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তিনি জানান, এ পর্যন্ত তারা বেশ কয়েকটি অসহায় পরিবারকে পাকা ঘর তৈরি করে দিয়েছেন। অনেক পরিবারকে ঘর তৈরিতে সাহায্য করেছেন। করোনাকালে বড়লেখা উপজেলা জুড়ে প্রায় অসহায় দুস্থ ৭শ’পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের মাধ্যমে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সামগ্রী বিতরণ করেছেন। বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। বেশি কয়েকটি পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রীসহ প্রায় ৫শ’পরিবার খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ দিয়েছেন। রমজান মাসে ও ঈদে দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। কন্যা দায়গ্রস্থ পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা দিয়েছেন। অসুস্থ অসহায় অনেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ এবং বিভিন্ন মসজিদে নগদ অর্থ প্রদান করেছেন। প্রায় ৫০ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করেছেন। প্রায় ৩০টি পরিবারকে টিউবওয়েল দিয়েছেন। প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন। অসহায় একজনকে বিক্রি করার মালামালসহ ভ্যানগাড়ি দিয়েছেন এবং কয়েকটি পরিবারকে সৌর বিদ্যুৎ প্রদান করেছেন। এছাড়া ইংল্যান্ড বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জিএসসি ও এ-লেভের বিভিন্ন শিক্ষার্থীকে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দিতে এচিভম্যান্ট অ্যাওয়ার্ডও প্রদান করা হয়েছে।