নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ৪০০ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওয়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলায় থেকে কম্বলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
এতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার শিমুল ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ভুট্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।