জুড়ী প্রতিনিধি:: মাতলামির অভিযোগে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রকৌশলীকে মারধর করেছে জনতা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে জুড়ীর বিদায়ী ইউএনও সোনিয়া সুলতানার জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করে অফিসার্স ক্লাব। সেখানে যাওয়ার সময় জুড়ী মুমিত আসুক চত্বরে মদ খেয়ে মাতলামি করেন উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস। এসময় স্থানীয় সিএনজি চালকসহ জনতা ননী গোপাল দাসকে মারধর করেন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার নিরাপদ স্থানে পৌঁছে দেন।
জুড়ী শিশুপার্ক সিএনজি স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া জানান, রাত ৯ টার দিকে তিনি মদ খেয়ে রাস্তায় এসে মাতলামি করছেন দেখে কিছু চালক তাকে চলে যেতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে চালকদের গালাগালি করেন। পরে উৎসুক জনতা তাকে মারধর করে। পরিচিত কয়েকজন তাকে চিনতে পারলে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
এ ব্যপারে উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস বলেন, এ বিষয়ে কথা বলতে চাই না। সাক্ষাতে কথা বলবো।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনা শুনেছি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।