নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ০৯ ডিসেম্বর এই কমিটির অনুমোদন দিয়েছেন সংশ্লিষ্টরা। এতে এল বামচা সিংহকে সভাপতি ও অভিষেক সিংহ রাজীবকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদ দেয়া হয়।
কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহ সভাপতি এন বি মোহন সিংহ, এল এম সঞ্জু সিংহ, অজয় সিংহ, অমিত সিংহ, অনুপ সিংহ, সুদীপ্ত কুমার, পি এইচ স্বপন সিংহ, প্রহ্লাদ সিংহ ও এল নিপ্পন সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক নিরুদ শর্মা, সঞ্জয় সিংহ, নিখিল সিংহ, পল্লব কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক আনান সিংহ, সহ- সাংগঠনিক সম্পাদক অনিত শৰ্মা, প্রচার সম্পাদক প্রনিত সিংহ, কোষাধ্যক্ষ উৎপল সিংহ, দপ্তর সম্পাদক সুমিত সিংহ, ক্রীড়া সম্পাদক নুংশীথোইবা মৈতৈ, সদস্য বিপুল সিংহ, পার্শ্ব সিংহ, তরুনজিৎ সিংহ, সন্তোষ সিংহ ও রানা সিংহ।