নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি পৌরশহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
সংগঠনের উপজেলা সভাপতি সাবেক ইউপি মেম্বার ছয়ফুজ্জামান সরওয়ারের সভাপতিত্বে ও ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাকসেস হিউম্যান রাইট সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, সাংবাদিক আব্দুর রব, সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন খান, দপ্তর সম্পাদক রুহেল আহমদ প্রমুখ।