নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু পরিষদ মিশিগানের সাধারণ সম্পাদক ও ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ফারিসের মাতা রাজিয়া খানমের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, রাজিয়া খানম গত ৭ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর খবরে কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রাজিয়া খানম দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৫ নভেম্বর সকাল ১০টায় মরহুমার জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। রাজিয়া খানমের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে।