রবিবার, ১১ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ



মাকে নিয়ে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রেদওয়ানের



বিজ্ঞাপন

লাতু ডেস্ক:: দাদীর শিরণীতে অংশ নিতে সিলেট শহরের বাসা থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন রেদওয়ান মাহমুদ চৌধুরী। কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। সড়কেই ঝরে গেছে রেদওয়ানের প্রাণ। গুরুতর আহতাবস্থায় মা পান্না বেগমকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ‘সড়কের বাজার পশ্চিম শাহী ঈদগাহ মাদ্রাসা’র সামনে অটোটেম্পু ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

রেদওয়ান সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় রেদওয়ানের মাসহ অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রেদওয়ানের মাহমুদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মাওলানা আহমদ আল কবীর চৌধুরীর ছেলে। সে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহর থেকে মাকে নিয়ে জকিগঞ্জের গ্রামের বাড়ি ফিরছিলেন রেদওয়ান মাহমুদ চৌধুরী। সড়কের বাজার এলাকায় অটোটেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রেদওয়ান নিহত হন।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেদোয়ানের লাশ উদ্ধার করেছে। আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।