বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



বড়লেখায় জেলা পরিষদ নির্বাচনে আজিম উদ্দিন বিজয়ী



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর (বড়লেখা) ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আজিম উদ্দিন বিজয়ী হয়েছেন।

বৈদ্যুতিক পাখা প্রতীকে তিনি পেয়েছেন ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমদ হামিদুর রহমান ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। এছাড়া ক্রিকেট ব্যাট প্রতীকে শহীদুল আলম শিমুল পেয়েছেন ৩০ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বড়লেখা নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। কোনোধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেলা দুইটায় ভোটগ্রহণ শেষ হয়। এতে ১৪৬ জনের মধ্যে ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ।