লাতু ডেস্ক:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের উত্তর বড়ডহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান (৬) উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের দুদু মিয়ার মেয়ে। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুদু মিয়া বুধবার তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইশরাত ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় দুদু মিয়া, তাঁর স্ত্রী সামিয়া বেগম, অটোরিকশার চালক হোসেন আহমদ, মোটরসাইকেলের চালক ইদ্রিস আলী ও আরোহী আল আমিন আহত হন। আশপাশের লোকজন ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী গতকাল রাত ১১টার দিকে মুঠোফোনে বলেন, অটোরিকশা উল্টে শিশু ইশরাতের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।