নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সের প্যারিসে বসবাসরত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি, ফ্রান্স’র বার্ষিক সমুদ্র বিলাস ও আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
গত ১ লা আগস্ট (সোমবার) প্রবাস জীবনের কষ্টের কথা ভুলে দিনব্যাপী এ আয়োজনে আনন্দ উল্লাসে মেতে ওঠেন শাহবাজপুরবাসী।
সোমবার সকাল ৮টায় প্যরিসের বুলোঞ্জ ও সারসেল থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পখত্ মাও প্লাজ সৈকতের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। যাত্রাপথে সাধারন জ্ঞান প্রতিযোগিতা, গান, কৌতুক, কবিতা আবৃতি আর আনন্দ আড্ডায় মেতে ওঠেন সবাই।
সেইসাথে সকাল-সন্ধ্যার ডেলিসিয়াস নাস্তার সাথে দেশীয় মুখরোচক খাবারের স্বাদ ছিল মনে রাখার মতো।
যাত্রাপথে সংগঠনের আসন্ন নির্বাচনক নিয়েও আলোচনা করা হয়।
ভোটার তালিকা প্রণয়োন, নির্বাচন পদ্ধতি ও নির্বাচনের সম্ভাব্য তারিখ বিষয়ক আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল ইলিয়াস আলী, মহিউদ্দিন ও সাদিক তাজিন।
আলোচনায় অংশনেন আব্দুল হালিম, আব্দুল লতিফ সাজু, আহমেদ রানু, শরিফুল ইসলাম ফয়সল।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহাঙ্গীর আলম, মিফতাহ উদ্দিন, হাসান আল বান্না, দেলোয়ার আহমদ, রোমান আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন আবেদীন, আবু বক্কর সিদ্দিক, আয়নুল হক, শাকিল আহমদ, নাজমুল হক, জামাল হোসাইন, আরিফ আহমদ প্রমুখ।