নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় বন্যাদুর্গত ৭৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়েছে। বড়লেখা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী দ্বিতীয় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা করেছে।
এ উপলক্ষে কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি করুনাময় দাস।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত দাস, সহকারী শিক্ষক অকিল দাস, বড়লেখা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য রাহাত আহমদ, দিপক দাস, শৈলেন্দ্র দেব নাথ ও শাহান আহমদ।
চিকিৎসা দেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. ইমরান হোসেন, সেকমো ডা. নুরুন নবী রাজু ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাস সনি।