রবিবার, ১১ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ



বিয়ানীবাজারে মেয়র পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল বিজয়ী



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পৌরসভার ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি চামচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৬৭টি।

তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলে এক টানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে এসে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭৯৩ জন। নির্বাচনে মেয়র পদে ১০জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।