নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখা উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা অর্জন করেছে। সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় সংগঠনটির বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা হিসেবে হিসেবে ঘোষণা করা হয়।
গত শনিবার রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচা’র ৯ম জাতীয় মহাসমাবেশ প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে নিসচার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
প্রসঙ্গত, মহাসমাবেশে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের ১১১টি সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানান।