নিজস্ব প্রতিবেদক:: লাতু এক্সপ্রেসের বার্তা সম্পাদক ও একাত্তর টিভি’র বড়লেখা প্রতিনিধি সাংবাদিক এ.জে লাভলু’র চাচা আরব আলী (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মে) ভোর সাড়ে চারটায় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তিনি গত তিন মাস ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৮ মে) বাদ আসর কাঠালতলী কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে সাংবাদিক এ.জে লাভলু’র চাচা আরব আলীর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।