বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।