রবিবার, ১১ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ



রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, দাবি ইউক্রেনের



বিজ্ঞাপন

লাতু ডেস্ক:: রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে দেশটির দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, আমরা রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি।

‘শান্ত থাকুন এবং ইউক্রেনের প্রতিরক্ষায় নিয়োজিতদের ওপর বিশ্বাস রাখুন’, বলা হয় বিবৃতিতে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে পুতিনের এ পদক্ষেপের পর রাশিয়ার ‘পূর্ণ-মাত্রায় আক্রমণ শুরু হয়ে গেছে’ বলে জানিয়েছে ইউক্রেন।

এর পর ইউক্রেনে ‘সামরিক আইন’ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।