লাতু ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে পেসার ইবাদত হোসেনকে দেখে অনেকেই অবাক হয়েছেন। লাল বলে ধারাবাহিকতা দেখেই নির্বাচকরা এই ডান-হাতি পেসারকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দিয়েছেন।
ধারাবাহিকতায় বিশ্বাস তৈরি হয়েছে ২৮ বছর বয়সি এই পেসারেরও। এখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে প্রমাণ করতে চান তিনি। আগামীকাল চট্টগ্রামে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার দলের অনুশীলন ছিল না।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় টিম হোটেল থেকে ইবাদত বলেন, ‘যখন শুনেছি আমি ওয়ানডেতে সুযোগ পেয়েছি, খুবই অবাক হয়েছিলাম। তবে এখন ভালো করার চেষ্টা করব।’
ইবাদত ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছেন মাত্র ১১টি। তবে টি ২০ ম্যাচ খেলেছেন ৪৩টি। এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) প্রথম দিকে সুযোগ পাচ্ছিলেন না। পরে মাহমুদউল্লাহর মিনিস্টার ঢাকা তাকে দলে নেয়। সুযোগ পেয়ে ভালো করেছেন। এই ডান হাতি পেসার বলেন, ‘আমি মাত্র কয়েকটি লিস্ট এ ম্যাচ খেলেছি। এই প্রথম ওয়ানডে দলে সুযোগ পেয়েছি।
এর আগে মাশরাফি, তামিম ভাইদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। লাল বলে এক জায়গায় বল করার সক্ষমতা থাকতে হয়। কিন্তু এই ফরম্যাটে একটু ভিন্ন। যত দ্রুত সম্ভব আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। নতুন বলে কাজ করার লক্ষ্য থাকবে।’
তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে আছে, আমরা যারা পেস বোলার আছি তারা দু-একটা ম্যাচ জেতানোর চেষ্টা করব। চেষ্টা করব যেন ৩-০তে সিরিজ জিততে পারি।’
ইবাদতের হাত ধরেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ইবাদতেরও আত্মবিশ্বাস বেড়ে গেছে।
তিনি বলেন, ‘বছরের শুরুটা ভালো করেছিলাম আমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে আমরা টেস্ট ম্যাচ জিতেছি। তখন থেকে অনেক আত্মবিশ্বাস পাচ্ছি। এরপর বিপিএলেও আত্মবিশ্বাসী ছিলাম। সেটাই আফগানস্তিানের বিপক্ষে কাজে লাগাতে চাই।’
তিনি বলেন, ‘দল সাজাবেন তো টিম ম্যানেজমেন্ট। আমরা পেসাররা যে-ই সুযোগ পাই না কেন আমরা ম্যাচ জেতানোর চেষ্টা করব। সব কিছু স্বাভাবিক আছে। এভাবেই যেন আমরা খেলতে পারি সব সময়।’
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে আগামীকাল। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সূত্র : যুগান্তর