লাতু ডেস্ক:: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্যানের বেতরে দক্ষিণ দিকে একটি লেবু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, ওই নারীর গলায় ওড়না পেছানো ছিল। ধারণা করা হচ্ছে- তাকে সাতছড়িতে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
২৩ বছরের ওই নারীর নাম আছমা বেগম। তিনি নাসিরনগর উপজেলার কোণটা গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম।
তিনি বলেন, সকালে বনবিভাগের কর্মীরা মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, এই নারীকে বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হত্যা করা হয়েছে। আমরা ইতোমধ্যে হত্যার মূল রহস্য ও ঘাতককে চিহ্নিত করেছি। তবে গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে এখনই বলতে চাচ্ছি না। এছাড়া মামলার প্রস্তুতি চলছে।