বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



সিলেটে পর্যটনকেন্দ্রে ধানচাষ



বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার চারটি বিল অন্যতম পর্যটনকেন্দ্র। এরমধ্যে হরফকাট ও কেন্দ্রী বিলের বিভিন্ন অংশ দখল করে লাল শাপলা ধ্বংস করে রোপণ করা হয়েছে ধানের চারা। অসাধু চক্র বিলের জমি দখলে নিলেও নীরব হয়েছে উপজেলা পর্যটন কমিটি।

জৈন্তাপুরে লাল শাপলার চারটি বিল রয়েছে। এগুলো হলো-হরফকাটা বিল, ইয়াম বিল, কেন্দ্রী বিল ও ডিবি বিল। ২০১৬ সাল থেকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই লাল শাপলা বিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিখেকো চক্রের সদস্যরা কেন্দ্রী বিলের প্রায় ৫০ একর ভূমি দখল করে বিভিন্ন ফসল চাষ করছেন। বর্তমানে বিলের প্রায় ১০ একর জায়গা দখল করে বোরো ধান রোপণ করা হয়েছে।

হরফকাটা বিলের মাঝ অংশ দখল করে ধান রোপণ করা হয়েছে। ধান রোপণ কার্যক্রম চলমান রাখা হলে আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে হরফকাটা বিলটি সম্পূর্ণ রূপে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এতে লাল শাপলা বিলটি থেকে একেবারে বিলুপ্ত হয়ে যাবে।

জেলার পর্যটন ও পুরাকীর্তি উন্নয়ন সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেন, বিলগুলোর কারণে জৈন্তাপুর উপজেলা বিশ্ববাসীর কাছে নতুন করে স্থান পেয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে লাল শাপলা আজ বিলুপ্তের পথে। বিলগুলো রক্ষায় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, স্থানীয় কয়েকজন আমাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা পর্যটন কমিটিকে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।