নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি জেগে উঠেছে। গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো এটি জীবন্ত হয়ে ওঠে শনিবার। ফলে দ্বীপটির আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়।
স্থানীয়রা যে যেভাবে পারছেন দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত দুটি জেলায় আগ্নেয়গিরির ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সরকারের তরফ থেকেও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে সেখানে।
বিবিসির খবরে জানানো হয়েছে, আকাশে প্রায় ৫০ হাজার ফুট উঁচুতে পৌঁছে গেছে ধোঁয়া। তাই দেশটির উপর দিয়ে চলাচল করা বিমানগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারি মাসেও এই আগ্নেয়গিরি জেগে উঠেছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৭৬ কিলোমিতার উঁচুতে অবস্থিত। ইন্দোনেশিয়ায় রয়েছে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি।