নিউজ ডেস্ক: ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিলন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিআইজি প্রিজনের অনুমতিতে কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলা কারাগার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিগগিরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে বলে তারা জানিয়েছে।
হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম বলেন, কারারক্ষী মিলন গত রোববার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরদিনই ডিআইজি প্রিজনের অনুমতিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিগগিরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
মিলন সিলেট জেলার শাহপরান থানার বাসিন্দা। তিনি সিলেট জেলা কারাগারে থাকাকালে মাদকসহ আরেকবার গ্রেফতার হয়েছিলেন। তখনও নয় মাসের জন্য তাকে বরখাস্ত করা হয়। সাজা শেষে দেড় মাস হলো হবিগঞ্জে যোগ দিয়েছিলেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, মিলন বাইরে থেকে ইয়াবা কিনে কারাগারের ভেতরে বিক্রি করতেন। রোববার মিলনসহ তিনজনকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছিল। তারা এখন কারাগারে।