নিউজ ডেস্ক: হবিগঞ্জে র্যাব পরিচয়ে হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করায় তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় তাদের জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মৌলভীবাজারের বড়লেখার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. কাউছার মিয়া (৩৯), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পূর্ব বাগুনীপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহর ছেলে মো. ফয়সল শাহ (৩৫) ও চুনারুঘাটের টেকেরঘাট গ্রামের রজব আলী ছেলে মো. কামাল মিয়া (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান অভিযান চালায়।
শায়েস্তাগঞ্জ র্যাব-৯ সিপিসি-১ এর কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতাররা র্যাব পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিলেন।