বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও ইউএসএ’র অর্থায়নে নির্মিত ৫ম গৃহের উদ্বোধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩ এপ্রিল শনিবার দুপুর ১২টায় বড়লেখা উপজেলার সোনাতুলায় মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ মাষ্টারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি সদস্য ইয়াসিন আলী, মতিউর রহমান, ডা. ফয়জুর রহমান, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী ক্বারি মাহফুজুর রহমান কাবিল, ব্যবসায়ী খসরু মিয়া, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী কামাল আহমেদ, সাব্বির আহমেদ, সংবাদকর্মী রুয়েল কামাল, মর্তুজ আলী।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সোনাতুলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
শেষে মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ দোয়ার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি