বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ



গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ :: সিলেটের গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে মিনহাজ আহমদ (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে এ ঘটনা ঘটে।

মিনহাজ আহমদ কালাকোনা (কোনাপাড়া) গ্রামের মনোফর আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ আহমদ শনিবার দুপুরে উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে গাছ কাটতে যান। সেখানে গিয়ে গাছের ডাল কাটতে গাছে উঠলে অসাবধানবশত তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া।