রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীতে মানববন্ধন করতে দেয়নি পুলিশ!



বিজ্ঞাপন

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে গরু চুরি প্রতিরোধে মানববন্ধনের আয়োজন করেছিল এলাকাবাসী। কিন্তু পুলিশ তাদের মানববন্ধন করতে দেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, স্থানীয়দের নিয়েই সেখানে মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে ঘটনাটি ঘটে।

মনতৈল এলাকাবাসী জানান, গত কয়েকদিনে এ এলাকায় কয়েকটি গরু চুরি হয় এবং এখানকার কয়েকজন লোক বিভিন্ন স্থানে গরু চুরিতে ধরা পড়ে। এমতাবস্থায় এলাকায় চোর, গরু চুরি ও মাদক প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী কর্তৃক শনিবার বিকেলে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ মানববন্ধন করতে না দিয়ে একই সময়ে সেখানে অন্য একটি ব্যানারে মতবিনিময় সভা করে।

মানববন্ধনে বাঁধা দেয়ার অভিযোগ অস্বীকার করে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী থানার আয়োজনে স্থানীয় লোকজনদের নিয়েই চুরি, ডাকাতি প্রতিরোধ কল্পে সেখানে বিশেষ মতবিনিময় সভা করা হয়েছে।