ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের শ্রীরামপুর হাফিজিয়া মাদরাসার দুই ছাত্র নিখোঁজের চারদিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি বলেন, দুই মাদরাসা ছাত্র মাে. শিবলু মিয়া (১৩) ও মাে. মেহেদী হাসানকে (১১) পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। শিবলু মিয়া উপজেলার নুরপুর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ও মেহেদী হাসান বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে।
জানা যায়, গত ২৪ অক্টোবর বিকেলে মাদরাসা প্রাঙ্গণে খেলাধুলা করার পর কাউকে কিছু না বলে তারা মাদরাসা থেকে চলে যায়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে ২৫ অক্টোবর শিবলু মিয়ার চাচা আলা উদ্দিন মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর থেকে পুলিশ তাদেরকে খুঁজে বের করতে বিভিন্ন থানায় বার্তা পাঠায়। অবশেষে ঢাকার একটি পথশিশু সংগঠন তাদের পেয়ে থানায় যােগাযােগ করে।
খবর পেয়ে এসআই মাে. মফিজুল হক ঢাকা থেকে দুই ছাত্রকে উদ্ধার করেন।