নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ :: গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো জকিগঞ্জের সপ্তম শ্রেণীর নুসরাত জাহান রাহিন (১৩) নামের এক স্কুল ছাত্রীর। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সিলে-জকিগঞ্জ সড়কের উপজেলার সদর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান জকিগঞ্জ মহিদপুর গ্রামের আলবাব হোসেনের কন্যা ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি তার মামার সাথে মোটরসাইকেল করে সিলেট থেকে বাড়ি ফেরার ফিরছিলো। মঙ্গলবার রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে পৌছার পর আরেকটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় রাহিন। তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। বুধবার সকাল ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।