বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে তানভীর আহমদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‍তানভীর সদর উপজেলার ছালেপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল গণির ছেলে ছাত্রলীগকর্মী নামধারী তৌহিদের নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা তানভীরকে সড়কে একা পেয়ে মাথায় ও পিঠে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তার মৃত্যু নিশ্চিত ভেবে সড়কে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে নিহত কিশোরের স্বজনরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে তানভীরকে একা পেয়ে কিলঘুষি ও ছুরিকাঘাত করে খুন করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।