হবিগঞ্জ আদালতে আসামির সাথে আসা এক যুবক কোর্ট পুলিশের ওপর হামলা করেছেন। এতে আহত হয়েছেন কনস্টেবল মোস্তাক আহমদ (২৪)। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ হামলাকারীকে আটক করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনাটি ঘটে।
আটককৃত সেলিম (২৮) মাধবপুর উপজেলার মনতলা রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন হামলাকারী সেলিমের এক আত্মীয়। হাজিরার সময় আসামির সাথে সেলিমও ভেতরে প্রবেশ করতে চান। এ সময় দায়িত্বরত কনস্টেবল মোস্তাক আহমদ তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সেলিম কনস্টেবল মোস্তাক আহমেদের উপর হামলা চালান। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন। আহত মোস্তাককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ঘটনস্থল থেকে সেলিমকে আটক করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল আমিন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।