মৌলভীবাজার জুড়ীতে ১০০ লিটার চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ কামরুল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ধামাই চা বাগানের ফাঁড়ি শিলঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কামরুল বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের ফারুক উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে জুড়ী থানার এসআই সুপ্রিয় নন্দী ও এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহবশত একটি সিএনজি অটোরিকশা আটক করেন। পরে সিএনজি অটোরিকশা তল্লাশি করে চোলাই মদ পাওয়া যায়। এ সময় সিএনজি অটোরিকশাসহ কামরুলকে আটক করা থানায় নিয়ে আসেন।
বিষযটি নিশ্চিত করে জুড়ী থানার এসআই সুপ্রিয় নন্দী বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।