সিলেটে “চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে, হাসি ফুটাবো অসহায়দের মুখে” স্লোগান নিয়ে ‘এক মুঠো হাসির খুঁজে ফাউন্ডেশন’র নামে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি সিলেট শহরের মিরের ময়দান পয়েন্ট ফার্মিস গার্ডেন হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে জুয়েল আহমদ সাফিকে সভাপতি ও আল আমিন আহমেদ নাঈমকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, অধ্যাপক আব্দুস সহিদ খান, নুরুল ইসলাম রুলেন, মোহাম্মদ আব্বাস, দুয়েল আহমদ।
ফাউন্ডেশনের পদপ্রাপ্ত অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আনহার আহমদ নোমান, পাবেল বকসী, মারুফুর রহমান মাহিন, জামিল হোসেন, সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ইমরান আহমদ এনাম, আবীর আহমদ সাহরিয়া, সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, দিপক আহমদ, জুবেল আহমদ, উপঅর্থ সম্পাদক ফাতেমা আক্তার সুরমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মার্জান আহমদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আলী হোসেন রাহি, সহদপ্তর সম্পাদক আলমগীর কবীর রাহি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তা মাহমুদ, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজ আল হাসান মারুফ, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক কাওসার পাটুয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুমা বেগম, সহমহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম জুঁই, শিক্ষা বিষয়ক সম্পাদক সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক আফছার আহমদ, ক্রীড়া সম্পাদক জাবেদ মাহমুদ, তথ্য প্রযুক্তি সম্পাদক তাহমিনা ফারহানা তন্নী, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মিনহাজ আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আফজল হোসেন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুলা আল হাকিমী নির্বাহী, সদস্য আমিনুল ইসলাম তন্ময়, ফজলে রাব্বি ফজলু, তুফায়েল আল মামুন, সাফি সাহরিয়ার হোসেন, সেলিম আহমদ, সায়েম আহমেদ, মাহফুর্জা সুরমা, রেজাউল করিম, রাহি সাহি, পংকজ কুমার দাশ, মিজানুর রহমান, মাহফুজ আহমদ, খান সুহেল, তায়েফ আহমদ, হানিফ আহমদ, বোরহান আহমদ, এনামুল হাসান, আল আমিন হাওলাদার, রোহান, আহমেদ মারুফ, ইমন আহমদ, ইয়ামিন আহমদ, রুমি, শেখ শাহরিয়ার আহমদ ইমন, ইয়ামিন আহমেদ, মাহফুজ হাসান।
সভায় বক্তারা বলেন, ‘এক মুঠো হাসির খুঁজে ফাউন্ডেশন’ রাজনীতিমুক্ত একটি সামাজিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে এক মুঠো হাসির খুঁজে ফাউন্ডেশন কাজ করবে।