সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) ১৮৮টি নমুনা পরীক্ষা তাদের করোনা পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জের ১৭ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪৫১ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫৫০ জন, হবিগঞ্জে ১ হাজার ২২৬ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ১০ জন।