মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘দেউল বড়বাড়ি এসোসিয়েশন’র উদ্যোগে ও ব্রাদার্স ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী মাওলানা মাহমুদুর রহমানের অর্থায়নে চারশত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোল্লারপুল সংলগ্ন মাঠে সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ বলাইয়ের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা সাপোর্টারস ফোরাম’র (বাফুস) সভাপতি ও দেউল বড়বাড়ি এসোসিয়েশনের পরিচালক আব্দুল কুদ্দুস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক আহমদ, এম তোফায়েল আল মামুন, এবাদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আবু হাসান, আশরাফ সিদ্দিকী, ফয়ছল আহমদ, সাদিকুর রহমান, খালেদ আহমদ, নাঈম আহমদ, সামাদ উদ্দিন প্রমুখ।
এছাড়া বেলা ২টায় বিছরাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টায় বানিকোনা চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়।