হবিগঞ্জ করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলায়। এ নিয়ে জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ২২ জন। এর মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ১০ জন, নবীগঞ্জ ৭ ও বাহুবল উপজেলার ৫ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১ জনে।
এর মধ্যে হবিগঞ্জ সদরে (শায়েস্তাগঞ্জসহ) ৪৫৯, চুনারুঘাটে ১৬৭, মাধবপুরে ১৪৭, নবীগঞ্জে ১২৩, বাহুবলে ৭৭, লাখাইয়ে ৩৯, বানিয়াচংয়ে ৪৪ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৮ জন।
বুধবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।